
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।
বাংলাদেশ কোন সূচকে পিছিয়ে গেলে গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। কিন্তু জিডিপিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া, অর্থনৈতিক উন্নয়নের কথা সেভাবে গণমাধ্যমে প্রচার করা হয় না; এটা দুঃখজনক বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসবে তিনি এ কথা জানান। বলেন, সিনেমা শিল্পের সুদিন ফিরেছে। বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে সাড়ে ৯ শতাংশ যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকতো, তাহলে বাংলাদেশ আজ সিঙ্গাপুরসহ উন্নত অনেক দেশকেই পেছনে ফেলে দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন ৩৫তম অর্থনৈতিক দেশ।
তিনি আরও বলেন, গত বছর পৃথিবীর দুঃসময়ের মধ্যে নিজেদের টাকায় পদ্মাসেতুর উদ্বোধন করা হয়েছে এবং সেই পরিস্থিতির মধ্যে মেট্রোরেল চালু হয়েছে। দেশের উন্নতির সাথে নারীর ক্ষমতায়নও এ দেশে হয়েছে।
/এমএন
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply