Site icon Jamuna Television

যানজটে ফেঁসে গিয়ে গাড়ির ছাদেই মদ পান!

লম্বা যানজটে আটকে গেলে সবারই বিরক্ত লাগে। কেউ গাড়ির ভিতরে বসেই অধৈর্য বোধ করেন, কেউ আবার বিরক্ত হয়ে ট্রাফিক পুলিশকে দোষারোপ করেন। কেউ আবার গাড়ি থেকে রাস্তায় নেমে একটু হাঁটাহাঁটি করেন। ভারতের গুরুগ্রামে দেখা গেল ভিন্ন চিত্র। ট্রাফিকে আটকে গাড়ির ছাদে বসেই মদ খেতে শুরু করেন এক ব্যক্তি। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গত শনিবার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন রবি হান্ডা নামে এক ব্যক্তি। মজা করে তিনি ভিডিওর সঙ্গে লেখেন, এমন কাণ্ড গুরুগ্রামেই হতে পারে!

১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি একটি ছোট সাদা গাড়ির ছাদে বসেই মদ পান করছেন। প্রবল যানজটের মধ্যে গাড়িটি ধীর গতিতে এগিয়ে চলেছে। গাড়ির সামনের আসনে বসা অন্য এক যাত্রী একটি গ্লাস গাড়ির ছাদে বসা ব্যক্তির হাতে পৌঁছে দিলেন। তারপরেই বোতল থেকে মদ ঢেলে খেতে শুরু করেন ওই ব্যক্তি।

টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই ভিডিওটি বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও যারাই দেখেছেন, তারা ওই ব্যক্তির আচরণের তীব্র নিন্দা করেছেন। প্রকাশ্যে এভাবে মদপানকে সমর্থন করেননি কেউই। একজন লিখেছেন, পুলিশ ধরে পেটালে সমস্ত নেশা কেটে যাবে। অন্য আরেকজন লিখেছেন, অসভ্যতা করার কোনো না কোনো উপায় মানুষ ঠিক খুঁজে বের করে।

ইউএইচ/

Exit mobile version