Site icon Jamuna Television

অর্জন দিয়েই শুরু মিঠুন চক্রবর্তীর নতুন বছর

ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্য ২০২৩ সালটি এনে দিয়েছে বিশেষ অর্জন। সেরা অভিনেতার খেতাব নিয়েই বছর শুরু করেছেন এই অভিনেতা।

রোববার (৮ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গে বসেছিল বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশান অ্যাওয়ার্ডস ২০২৩ এর আসর। গত বছরের শেষে মিঠুন–দেব অভিনীত ‘প্রজাপতি’ নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও শেষমেশ এই বিতর্কের ইতি টানেন দেব নিজেই। বছরের শুরুর দিনে এই সিনেমা বক্স অফিসে ঝড় তোলে। একদিনেই ভারতজুড়ে সিনেমাটি ব্যবসা করে ১ কোটি রুপিরও বেশি।

এবার এই সিনেমার জন্য ডব্লুবিএফজেএ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী। তবে তিনি পুরস্কার নিতে আসেননি। মিঠুনের অনুপস্থিতিতে এদিন পুরস্কার গ্রহণ করেন দেব।

এসজেড/

Exit mobile version