Site icon Jamuna Television

আন্তর্জাতিক সমালোচনার মুখেও ইরানে আরও ৩ আন্দোলনকারীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

দেশজুড়ে প্রবল আপত্তি ও ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ‘সৃষ্টিকর্তা ও রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’র অভিযোগে আরও ৩ সরকারবিরোধী আন্দোলনকারীর ফাঁসির রায় দিয়েছে ইরানের বিচার বিভাগ। খবর রয়টার্সের।

গত শনিবার (৭ জানুয়ারি) দুই প্রতিবাদকারীর ফাঁসি কার্যকর করে ইরানের বিচার বিভাগ। এদের মধ্যে একজন দেশটির খ্যাতিমান অ্যাথলেট। যিনি বেশ কয়েকবার কারাতের ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন বলে জানা গেছে। সোমবার সালেহ মীরহাশেমি, মাজিদ কাজেমি, সাঈদ ইয়াগুবি নামের তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়।

ইরানের গণমাধ্যম মিজান নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের বিরুদ্ধে ইস্ফাহানে বিক্ষোভ চলাকালীন বাসিজ মিলিশিয়া ফোর্সের কর্মী হত্যার অভিযোগ ছিল। বাসিজ ফোর্স মাহশা আমিনি হত্যাকাণ্ডের পর ইরান দেশব্যাপী বিক্ষোভ নিয়ন্ত্রণে কাজ করছিলো। বাসিজ ফোর্স ইরান রেভ্যুলুশনারি গার্ডের একটি আধা সামরিক শাখা।

এ নিয়ে ইরানে সরকার বিরোধী বিক্ষোভের দায়ে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। এসব মৃত্যুদণ্ড কার্যকরের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে আসার পর থেকেই ইরান প্রশাসনের সমালোচনায় মুখর হয়ে উঠেছে পশ্চিমা গণমাধ্যমগুলো।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মাহশা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর সমগ্র ইরানে ছড়িয়ে পড়ে সরকারবিরোধী বিক্ষোভ।

/এসএইচ

Exit mobile version