Site icon Jamuna Television

ইতিহাস নিষ্ঠুর, সে সব কিছু মনে রাখে: ফারুকী

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গুলশানের হলি আর্টিজান নিয়ে বানানো তার ‘শনিবার বিকেল’ ছবিটি প্রায় চার বছর ধরে নানান বাহানায় সেন্সরে আটকে আছে। তথ্য মন্ত্রণালয় থেকে সংশোধনের চিঠি পাঠানো হবে বলা হলেও এখনো সে চিঠি পাননি নির্মাতা। অপেক্ষা ও হতাশা সব মিলিয়ে ফারুকীর কণ্ঠে নিয়মিত বিষাদের সুর ফুটে ওঠে।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ক্ষোভ ঝাড়েন ফারুকী। দেশে তার সিনেমা আটকে থাকলেও একই ঘটনা নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ ঠিকই মুক্তি পাচ্ছে।

তিনি লেখেন, প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।

তিনি আরও লেখেন, আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করে নাই! তারপরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া? ইতিহাস নিষ্ঠুর, সে সব কিছু মনে রাখে।

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানি প্রমুখ।

ইউএইচ/

Exit mobile version