Site icon Jamuna Television

৭১ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন শহিদ কাপুর

ছবি : সংগৃহীত

‘কবীর সিং’ সুপারহিট হওয়ার পর থেকেই চাঙা বলিউড তারকা শহিদ কাপুরের ক্যারিয়ার। বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। সুপারহিট সিনেমার পর এবার তিনি আলোচনায় নতুন ফ্ল্যাট কিনে। সম্প্রতি ৭১ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনছেন ‘কামিনে’ তারকা। খবর বলিউড লাইফের।

খবরে বলা হয়েছে, শহিদ কাপুরের নতুন ফ্ল্যাটটি মুম্বাইয়ের উরলিতে অবস্থিত। যেটি কিনতে এ তারকাকে গুনতে হয়েছে ৫৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ কোটি টাকা। পরিবার নিয়ে এখন সেখানেই থাকছেন তিনি।

জানা গেছে, শহিদের নতুন বাড়িটি ডুপ্লেক্স। ফ্ল্যাট থেকেই দেখা যায় আরব সাগর। শহিদ আগে থাকতেন মুম্বাইয়ের জুহুতে। তবে নতুন বছরের শুরুতেই স্ত্রী মীরা ও দুই সন্তানকে নিয়ে এখন তিনি উরলির বাসিন্দা।

প্রসঙ্গত, সম্প্রতি শহিদ কাপুর অভিনয় করেছেন ‘ফরজি’ নামে একটি ওয়েব সিরিজে। যেখানে তাকে দেখা গেছে চিত্রশিল্পী হিসেবে। সিরিজটি নির্মাণ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত আলোচিত নির্মাতা জুটি রাজ ও ডিকে। কিছুদিন আগে সিরিজটির প্রথম ঝলক প্রকাশের বেশ আলোচনায় আছে ‘ফরজি’।

এএআর/

Exit mobile version