Site icon Jamuna Television

অবসর নিলেন সাবেক রিয়াল তারকা গ্যারেথ বেল

পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন ওয়েলসের তারকা ফুটবলার গ্যারেথ বেল। ৩৩ বছর বয়সী সাবেক এই রিয়াল তারকা তার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ঘোষণা দিয়েছেন আর কোনো ফুটবল খেলছেন না তিনি।

৬৪ বছর পর তার দেশ ওয়েলস বিশ্বকাপে খেলার সুযোগ পায় কাতারে। যেখানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল বেলের জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ। তার শেষ ক্লাব ছিল মেজর লিগ সকারের এল এ এফসি। যে ক্লাবকে গেল মৌসুমে শিরোপা জেতাতে ভালো অবদান রেখেছিলেন বেল।

তার বিবৃতিতে বেল কৃতজ্ঞতা জানিয়েছেন ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে তার সাথে যুক্ত থাকা সকল ক্লাব, কোচ, সতীর্থ ফুটবলার, স্টাফসহ তার ভক্ত সমর্থকদের।

জাতীয় দলকে ১১১টি ম্যাচে অধিনায়কত্ব করা বেলের প্রথম ক্লাব ছিল সাউদাম্পটন। এরপর টটেনহ্যামে যোগ দিয়ে ফুটবলার হিসেবে পরিণত হয়ে ওঠেন ওয়েলসের এই তারকা। আর রিয়াল মাদ্রিদে রোনালদো-বেনজেমার সাথে তার জুটিতো রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছিল প্রতিপক্ষের জন্য।

রিয়ালের সোনালি দিনের পর ক্যারিয়ারের শেষ দিকে যোগ দেন মেজর লিগ সকারের ক্লাব এল এ এফসিতে। তবে তার সবচেয়ে বড় অর্জন ছিল বিশ্বকাপে ওয়েলসকে ওঠানো। যদিও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন বেল। পাশাপাশি ভবিষ্যতে ফুটবলের স্বার্থে কাজ করার আশাও প্রকাশ করেন তিনি।

এ এইচ/ইউএইচ/

Exit mobile version