Site icon Jamuna Television

পশ্চিমা অস্ত্র ইউক্রেনের ভোগান্তিকে আরও দীর্ঘায়িত করবে: রাশিয়া

ফ্রান্সসহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র থেকে সম্প্রতি ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা হয়েছে। আর এ নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলো রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমাদের অস্ত্র দেয়ার এ ঘটনা ইউক্রেনীয়দেরই ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে। খবর এনডিটিভির।

সোমবার (৯ জানুয়ারি) রাশিয়ার পক্ষ থেকে এ হুঁশিয়ারি জানানো হয়। এ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এসব অস্ত্র পরিস্থিতির কোনো পরিবর্তনই ঘটাতে পারবে না। উল্টে এগুলো ইউক্রেনের জনগণের ভোগান্তিকে আরও দীর্ঘায়ীত করবে।

এর আগে গত সপ্তাহে, ইউক্রেনে হালকা ট্যাঙ্কসহ একাধিক যুদ্ধযান পাঠানোর ঘোষণা দেয় ফ্রান্স। আর এর মধ্য দিয়ে ইউক্রেনে ট্যাঙ্ক সরবরাহকারী প্রথম পশ্চিমা দেশ হতে চলেছে ফ্রান্স। ফ্রান্সের এ ঘোষণার পরই ইউক্রেনে ট্যাঙ্ক পাঠাতে তোড়জোড় শুরু হয়েছে জার্মানিতেও।

এসজেড/

Exit mobile version