Site icon Jamuna Television

তুরস্কে প্রত্যাহার হচ্ছে জরুরি অবস্থা

টানা দুইবছর জারি থাকার পর প্রত্যাহার হচ্ছে তুরস্কের জরুরি অবস্থা। বৃহস্পতিবার পার্লামেন্টে নতুন আইন প্রণয়নের মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে।

২০১৬ সালের ২০ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান হয় তুরস্কে। এর পাঁচদিন পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে রিসেপ তাইয়েপ এরদোগান প্রশাসন। বিরোধী দল আর পশ্চিমাদের সমালোচনার মুখেও সাতবার জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়। এর মাধ্যমে যারা সেনা অভ্যুত্থানের সাথে জড়িত তাদের ব্যাপারে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে সরকার।

অভ্যুত্থান পরিকল্পনাকারীরাসহ সেসময় প্রাণ হারান অন্তত আড়াইশ মানুষ। সংশ্লিষ্টতার অভিযোগে ১০ হাজারের বেশি মানুষ চাকরিচ্যুত বা গ্রেফতার হয়েছেন। দেশের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নির্বাচনের মূল প্রতিশ্রুতিই ছিলো, ক্ষমতায় এলে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে।

Exit mobile version