Site icon Jamuna Television

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেসব ইস্যুতে আলোচনা হয়েছে ড. মোমেনের

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৫৮ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নানা ইস্যুতে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. আব্দুল মোমেন জানান, বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং চীনে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেয়ার বিষয়ে কথা হয় তাদের।

তিনি আরও জানান, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেয়ায় চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে এবং চীনের সাথে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আগের সব চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। এ সময় বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চলমান সাহায্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়ে যান চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। গত ৩০ ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।

এএআর/

Exit mobile version