Site icon Jamuna Television

বিপিএলে আজ থাকছে যেসব ম্যাচ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ (১০ জানুয়ারি) আছে দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্স লড়বে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে সাকিবের বরিশাল ও সোহানের রংপুর। একটি জয় নিয়ে দারুণ ছন্দে আছে রংপুর। পয়েন্ট টেবিলের দৌড়ে টিকে থাকতে তাই এই ম্যাচে জয় চাইবে বরিশাল। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার মুখোমুখি হবে টুর্নামেন্টে হ্যাট্রিক জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত সবগুলো জয় নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। অন্যদিকে, এখন পর্যন্ত একটি জয় আছে নাসিরের ঢাকা ডমিনেটর্সের।

আরও পড়ুন: সাকিবের পারফরমেন্সে উচ্ছ্বসিত কেকেআর (ভিডিও)

/এম ই

Exit mobile version