Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির ১টি স্ত্রীর, বাকিগুলোতে ভাড়া থাকতো: ওয়াসার এমডি

যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। জানান, ওইসব বাড়ির শুধুমাত্র একটি তার স্ত্রীর কেনা। বাকিগুলোতে আগে ভাড়া থাকতেন তার স্ত্রী।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ অস্বীকার করেন।

তাকসিম এ খান জানান, তার স্ত্রী যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি করেন। ১৯৯৫ সাল থেকে তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক। এসব বাড়ি, অর্থনৈতিক লেনদেন নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে উল্লেখ্য করে গণমাধ্যমে প্রকাশিত বিষয়টিকে স্টান্টবাজি বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ ইস্যুতে তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসার ভালো কাজ দেখে যাদের ক্ষতি হয়, তারাই এমন অভিযোগ করেন। আমি জীবনে হারাম পয়সা খাইনি। খাবো না। ঢাকা ওয়াসার এমডি পদের চাকড়ি ছেড়ে দিতে চাইছি বহুবার। আমাকে অনুরোধ করে রাখা হয়েছে।

/এমএন

Exit mobile version