Site icon Jamuna Television

সরকার বিরোধী বিক্ষোভে পেরুতে আরও ১৭ জনের মৃত্যু

আগাম নির্বাচন এবং সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল পেরু। সোমবারও (৯ জানুয়ারি) ১৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ানের।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে পেরুর পুলিশ। সেখানে জানানো হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর জুলিসিয়ার সংঘাতে দুই শিশুসহ ৩৮ জন গুরুতর আহত হয়েছেন। এতে মারা গেছেন ১৭ জন। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন বলেও জানায় পুলিশ। চলমান আন্দোলনে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ডিসেম্বরে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয় বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে। বিচার ছাড়াই তাকে ১৮ মাসের কারাবাস দেন আদালত। তাকে মুক্ত করার দাবিতেই চলছে এই গণ-আন্দোলন। একই সাথে, নতুন প্রেসিডেন্টের পদত্যাগ, পার্লামেন্ট বিলোপ এবং সংবিধানের সংস্কার চান বিক্ষোভকারীরা।

এসজেড/

Exit mobile version