Site icon Jamuna Television

বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই, তবে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান । ফাইল ছবি।

বিএনপির গণঅবস্থানের নামে কোনো জনদুর্ভোগ সহ্য করা হবে না। আর তাদের শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টারে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকে প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির কর্মসূচিতে সরকার কখনও বাধা দেয়নি। কিন্তু বিগত সকল কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাংচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version