Site icon Jamuna Television

ইজতেমা ময়দান প্রস্তুত, ১৩ জানুয়ারি শুরু প্রথম পর্ব

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা জড়ো হতে শুরু করেছেন। ১৩ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। করোনা মহামারির কারণে ২ বছর পর এ ইজতেমায় আরও বেশি সমাগমের আশা মুসল্লিদের।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করেছেন ইজতেমার ময়দান। ইজতেমায় আসা মুসল্লিদের সেবা দিতে গাজীপুর সিটি করপোরেশন ও শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের একাধিক টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তায় ময়দান ঘিরে সাত হাজার পুলিশ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ১৬০ একর জায়গা বিস্তৃত ময়দানে টাঙানো হয়েছে বিশাল শামিয়ানা। তুরাগ নদে সেনাবাহিনীর সদস্যরা তৈরি করেছেন পন্টুন সেতু। যা দিয়ে সাময়িকভাবে মুসল্লিরা এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন। বিশাল ময়দানে খিত্তাভিত্তিক মাইক এবং বৈদ্যুতিক তার ও বাতি টাঙানোর কাজও শেষ হয়েছে।

/এমএন

Exit mobile version