Site icon Jamuna Television

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বুশরা

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন আমাতুল্লাহ বুশরা। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে কারা ফটক ত্যাগ করেন বুশরা। তবে সাংবাদিকদের সাথে কথা বলেনি তিনি।

কারা কর্তৃপক্ষ জানায়, দুপুর দুইটা দশ মিনিটে কারাগার-৩ থেকে মুক্তি দেয়া হয় বুশরাকে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে দুই মাস আগে গ্রেফতার করা হয়। এর আগে গত রোববার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতারের আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেফতার করা হয়। বর্তমানে ফারদিন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাটি তদন্তাধীন। আগামী ১৫ জানুয়ারি এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

ইউএইচ/

Exit mobile version