Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুরের পূবাইল বসুগাও এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. আলহাদ (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলহাদের বাবা একজন রাজমিস্ত্রি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পূবাইলের বসুগাও রেললাইনের পাশেই এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বড় ভাই রিয়াজের সাথে খেলা করার সময় হঠাৎ চলন্ত ট্রেনে ধাক্কা লাগে মো. আলহাদের। পরে রিয়াজের ডাক চিৎকারে স্থানীয়রা টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর সদর সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version