Site icon Jamuna Television

আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক

ছবি: সংগৃহীত

আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়ের দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৩টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন ব্রুক।

পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পেছনে ফেলে ডিসেম্বর মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। ৩-০’তে সিরিজ জয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন ২৩ বছর বয়সী ব্রুক। তিন ম্যাচেই করেন সেঞ্চুরি। তিন সেঞ্চুরির পাশাপাশি একটি ফিফটিও আছে তার দখলে। সিরিজে ৯৩.৬০ গড়ে করেন ৪৬৮ রান।

হ্যারি ব্রুকের অতিমানবীয় ব্যাটিং দৃঢতায় পাকিস্তানকে ঘরের মাঠে পিষ্ট করে ইংল্যান্ড।

/আরআইএম

Exit mobile version