Site icon Jamuna Television

বেনাপোলে সীমান্ত থেকে ৩ কেজি স্বর্ণ আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি। মঙ্গলবার বিকেলে এ স্বর্ণ আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা দৌলতপুর সীমান্তের কামারবাড়ী ইছামতি নদীর পাড়ে অভিযান চালিয়ে ৩ কেজি ৩৫০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার আটক করা হয়।

তিনি বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায় পাচারকারীরা। উক্ত স্বর্ণের বারগুলো বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে মাটিতে পুঁতে রাখা হয়েছিল নদীর পাড়ে। আটক স্বর্ণের মূল্য ২ কোটি ৬০ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা বলে জানায় বিজিবি।

ইউএইচ/

Exit mobile version