Site icon Jamuna Television

গুগলকে ৫শ কোটি ডলার জরিমানা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে এন্টি ট্রাস্ট মামলায় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে ৫শ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সার্চ ইঞ্জিন ব্যবহারে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বাধ্য করায় এ জরিমানার মুখে পড়লো প্রতিষ্ঠানটি।

ইউরোপীয় ইউনিয়নের এন্টি ট্রাস্ট প্রধানের কার্যালয় জানায় বাণিজ্য নীতিতে একচেটিয়া প্রভাব ধরে রাখার নীতি গ্রহণ করে নীতিমালা লঙ্ঘন করেছে গুগল। তাদের প্রভাবের কারণে স্মার্টফোন নির্মাতারা গুগল প্লে স্টোরে ঢোকার জন্য ব্রাউজার ও সার্চ অ্যাপ্লিকেশনগুলোকে আগেই ইনস্টল করে দিতো। এজন্য বড় ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে অর্থও দিতো গুগল; মিলেছে এমন অভিযোগের প্রমাণও। তদন্তে দেখা যায়, চলমান ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েডের বিকল্প অপারেটিং সিস্টেম ডেভেলপ বা বিক্রিতেও বাধা দিয়েছে গুগল। এ ব্যাপারে জবাব দিতে ৯০ দিনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র মারগ্রেথে ভেস্তাগের বলেন, দীর্ঘসময় তদন্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় কমিশন। এন্টি ট্রাস্ট নীতিমালা ভঙ্গের স্পষ্ট প্রমাণ পাওয়ায় এ এমন পদক্ষেপ নেয়া হলো। আশা করছি গুগল আমাদের বেঁধে দেয়া সময়ের মধ্যে এর ব্যাখ্যা দেবে। নতুবা প্রতিষ্ঠানটির দৈনিক আয়ের ৫ শতাংশ করে কেটে নেয়া হবে।

Exit mobile version