Site icon Jamuna Television

ভারতে মেট্রোর পিলার ভেঙে মা-ছেলের মৃত্যু

ভারতের বেঙ্গালুরুতে নির্মাণাধীন মেট্রোর পিলার ভেঙে পড়ে প্রাণ গেল মা-ছেলের। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম তেজস্বিনী (২৫) ও ছেলে বিহান (২ বছর ৬ মাস)। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, সকালে কল্যাণ নগরের রাস্তা দিয়ে মোটরসাইকেলে স্বামী লোহিতের সঙ্গে যাচ্ছিলেন স্ত্রী তেজস্বিনী ও তাদের দুই সন্তান। রাস্তার পাশেই নির্মাণাধীন মেট্রোর কাজ চলছিল। ঠিক সেই সময়ই আচমকা একটি পিলার ভেঙে পড়ে রাস্তার ওপর। তলায় চাপা পড়েন ওই চার বাইক আরোহী। স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে নিয়ে গেলে তেজস্বিনী ও তার আড়াই বছরের ছেলে বিভানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। লোহিত ও তাদের মেয়ের হাসপাতালে চিকিৎসা চলছে।

ওই নারীর শ্বশুর বিজয়কুমারের অভিযোগ, মেট্রো নির্মাণের দায়িত্বে যারা রয়েছেন, তারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেননি। দুর্ঘটনা এড়াতে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানান তিনি।

এদিকে, এ ঘটনায় দুঃখপ্রকাশ করে বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই নির্মাণ কাজ চলছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হবে।

ইউএইচ/

Exit mobile version