Site icon Jamuna Television

প্রতিদিন ২৪টি ডিম খান পাকিস্তানি পেসার হারিস রউফ

ছবি: সংগৃহীত

ফিটনেস ঠিক রাখতে প্রতিদিন ২৪টি করে ডিম খান পাকিস্তানি পেসার হারিস রউফ। ওজন বাড়াতেই মূলত এই পন্থা অবলম্বন করছেন তিনি। খবর ক্রিক ট্র্যাকার’র।

তিন বেলায় আটটি করে মোট ২৪টি ডিম খান পাকিস্তানি এই পেসার। আকিব জাভেদ এই পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

মূলত, ওজন বাড়ানোর জন্যই এমন খাদ্যাভাস রউফের। তিনি সুফলও পেয়েছেন বলে জানিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে ডানহাতি এই পেসারকে ঘিরে চলছে আলোচনা। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে কিউইদের হারালেও আশানরুপ পারফরম্যান্স ছিল না হারিস রউফের।

বর্তমানে জাতীয় দলের তিন ফরম্যাটে অপরিহার্য পেসার হারিস। ২০২০ সালে পাকিস্তানের জার্সিতে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় তার।

/এনএএস

Exit mobile version