Site icon Jamuna Television

ভারতে ৫৪ যাত্রী ফেলেই উড়লো গো ফার্স্টের ফ্লাইট, জবাব চেয়ে নোটিশ

ছবি : সংগৃহীত

ভারতে ৫৪ যাত্রীকে ফেলেই উড়াল দিলো ‘গো ফার্স্ট’ এর একটি ফ্লাইট। এ ব্যাপারে প্রতিষ্ঠানটিকে জবাবদিহির নোটিশ দিয়েছে বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিএসএ)। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, সোমবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার সময় বেঙ্গালুরুর আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে উড়ে যায় ‘গো ফার্স্ট’ সংস্থার বিমানটি। ফ্লাইট জি-৮১১৬ এর গন্তব্য ছিলো দিল্লি। চারটি বাসের মাধ্যমে বিমান পর্যন্ত নেয়া হচ্ছিল যাত্রীদের। যার একটিতে ছিলেন ৫৪ যাত্রী। তাদের ফেলেই উড়াল দেয় ফ্লাইট। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আরোহীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে করেন ক্ষোভ প্রকাশ। যাতে ট্যাগ করেন প্রধানমন্ত্রী দফতর এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে।

নোটিশ অনুসারে যোগাযোগ, সমন্বয়, মিটমাট এবং অনুমোদনের অভাবের মতো একাধিক ভুল হয়েছে বিমান প্রতিষ্ঠানটির। এসব ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।

এএআর/

Exit mobile version