Site icon Jamuna Television

সোলেদারে চলছে রুশ-ইউক্রেন সেনাদের তুমুল যুদ্ধ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ‘সোলেদার’ এর নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। লবন খনির জন্য বিখ্যাত শহরটি এখনও হাতছাড়া হয়নি, এমন দাবি কিয়েভ প্রশাসনের। খবর রয়টার্সের।

দেশটির ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জানান, দখলদারদের ঠেকাতে এখনও চলছে তুমুল লড়াই। বলেন, যুদ্ধজয়ে বেপোরোয়া রাশিয়া বিপুল সংখ্যক সৈন্য হারিয়েছে। অবশ্য মঙ্গলবারই ব্রিটিশ গোয়েন্দা অধিদফতর জানায়, একাংশ নয় বরং পুরো শহরটি দখলে নিয়েছে রাশিয়া। কারণ, গেলো চারদিন ধরে পুতিন বহর অগ্রসর হয়েছে সোলেদারে। দূরপাল্লার রকেট ছুঁড়ে ধ্বংস করেছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লোকালয়। কারণ, এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। বাখমুতে ঢোকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। যুদ্ধ শুরুর পরই ১০ হাজার বাসিন্দার শহরটি ছেড়েছেন বেশিরভাগ অধিবাসী।

/এমএন

Exit mobile version