Site icon Jamuna Television

ফেলিক্সকে দলে নিচ্ছে চেলসি

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনালকে পেছনে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড জাও ফেলিক্সকে দলে নেবার রেসে এগিয়ে গেছে চেলসি।

চলতি মৌসুমে ভালো সময় যাচ্ছে না চেলসির। বিশ্বমানের স্ট্রাইকার সংকটের কারণে কাঙ্ক্ষিত গোল পাচ্ছে না লন্ডনের ক্লাবটি। সেই দুর্বলতা ঘোচাতে অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা ফরোয়ার্ড জাও ফেলিক্সকে ডেরায় ভেড়ানোর রেসে এগিয়ে গেছে ব্লুরা, এমনটা বলছে ইংলিশ গণমাধ্যম।

তবে আপাতত ১১ মিলিয়ন ইউরোতে ধারে ফেলিক্সকে নিচ্ছে চেলসি। ক্লসে থাকবে, মৌসুম শেষে এই পর্তুগিজকে দলে নেবার পাকাপাকি চুক্তির শর্ত। পর্তুগালের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও অ্যাটলেটিকোতে কোচ সিমিওনির রক্ষণাত্মক কৌশলে বিরক্ত হয়ে ক্লাব ছাড়তে চান ফেলিক্স।

/এমএন

Exit mobile version