Site icon Jamuna Television

রাশফোর্ডের জোড়া গোলে সেমিতে ম্যানইউ, সঙ্গী নিউক্যাসল

ছবি: সংগৃহীত

চার্লটন অ্যাথলেটিককে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের সেমিফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয়ে ম্যানইউর সঙ্গী হয়েছে নিউক্যাসল ইউনাইটেডও।

ওল্ড ট্রাফোর্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই দাপুটে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেডের অ্যাসিস্টে ২১ মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে স্কোরশিটে নাম তোলেন ম্যানইউর ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। এরপর ফ্রেডের দুর্দান্ত ফ্রি কিক ফিরে আসে পোস্টে লেগে। এরপর আলেহান্দ্রো গারনাচোর আক্রমণ রুখে দেন চার্লটন গোলরক্ষক। ৯০ মিনিটে দ্বিতীয় গোল পায় রেড ডেভিলরা। বদলি হিসেবে নেমে স্কোরশিটে নাম তোলেন দারুণ ফর্মে থাকা মার্কাস রাশফোর্ড। ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোল করে ম্যানইউর ৩-০ গোলে জয় নিশ্চিত করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

ছবি: সংগৃহীত

আরেক কোয়ার্টার ফাইনালে জমাট লড়াই হয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও লেস্টার সিটি ম্যাচে। তবে আক্রমণের সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েছে ম্যাগপাইস’রা। তবে প্রথমার্ধে কাঙ্খিত গোল পায়নি নিউক্যাসল। ৬০ মিনিটে জনসন বার্নের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোলিন্টনের গোলে ২-০’র জয় নিশ্চিত হয় ম্যাগপাইদের।

আরও পড়ুন: ফেলিক্সকে দলে নিচ্ছে চেলসি

/এম ই

Exit mobile version