Site icon Jamuna Television

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের

বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইউপি সদস্য চন্দ্রকান্ত মণ্ডল।

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রকান্ত মণ্ডল (৩৫) নামের এক ইউপি সদস্য মারা গেছেন। তিনি বড়দল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে স্থানীয় ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বড়ভাই হীরক চন্দ্র মণ্ডল জানান, চন্দ্রকান্ত রাতে সরিষা ক্ষেতে পানি দিতে যাচ্ছিলেন। এ সময় ক্ষেতের মোটরের সাথে সংযুক্ত একটি বৈদ্যুতিক তার মাটিতে পড়েছিল। অন্ধকারে দেখতে না পেয়ে বিদ্যুতের তারে পা দিয়ে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশাশুনি উপজেলার ওসি মমিনুল ইসলাম জানান, ইউপি সদস্যের মরদেহের ৮০ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএআর/

Exit mobile version