Site icon Jamuna Television

মার্টিনেজের মতো ‘হাস্যকর’ হতে পারবো না: লরিস

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল শেষ হওয়ার সপ্তাহ তিনেক চললো। তবে সেই রেশ যে এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি তা বিভিন্ন কথাতে প্রায়ই প্রকাশ পাচ্ছে। জাতীয় দলের জার্সিতে সদ্য অবসরের ঘোষণা দেয়া ফ্রান্সের সাবেক গোলরক্ষক হুগো লরিস যেমন কিছুটা হলেও শোধ তুলতে চাইছেন এমি মার্টিনেজের উপর। বলেছেন, গোলবারের সামনে মার্টিনেজের মতো নিজেকে ‘হাস্যকর’ বানানো তার পক্ষে সম্ভব নয়। খবর মার্কার।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া তর্কযোগ্যভাবে বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনালেই ছিল এমির বীরত্বগাথা। ম্যাচের অতিরিক্ত সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে অসাধারণ দক্ষতায় কোলো মুয়ানিকে গোলবঞ্চিত করেছেন তিনি। তারপর টাইব্রেকারে ঠেকিয়েছেন কিংসলে কোম্যানের শট। অরেলিয়া শুয়ামেনির পেনাল্টি মিস করার জন্যও যথেষ্টই করেছেন এই পেনাল্টি বিশেষজ্ঞ। তাছাড়া, পুরো আসরজুড়েই আর্জেন্টাইন গোলবারের অতন্দ্র প্রহরী ছিলেন এমি মার্টিনেজ। ওপেন প্লে’র সাথে টাইব্রেকার- দুই জায়গায়ই এমিলিয়ানো দলের কাছে ভরসার নাম। তবে, পরের ক্ষেত্রে যেন রীতিমতো অবিশ্বাস্য এই গোলরক্ষকের পারফরমেন্স। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক রুদ্ধশ্বাস ফাইনালে তো রীতিমতো ছড়ি ঘুরিয়েছেন স্পটকিকের সময়।

তবে মাঠ ও মাঠের বাইরে এমির আচরণ সর্বমহলে সমাদৃত হয়নি। গোল্ডেন গ্লাভস জয়ের পর তার উদযাপনকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করে ফিফার কাছে লিখিত অভিযোগও দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এবার প্রতিপক্ষ গোলরক্ষক হুগো লরিসও মুখ খুললেন এমির প্রসঙ্গে। ফরাসি গণমাধ্যম লে’কিপের সাথে আলাপচারিতায় ফ্রান্সের সদ্য সাবেক অধিনায়ক বলেন, কিছু জিনিস আছে যা আমি করতে পারি না। নিজেকে গোলবারের সামনে হাস্যকর হিসেবে উপস্থাপন করতে পারবো না আমি। প্রতিপক্ষকে উত্যক্ত করা, সীমালঙ্ঘন… এগুলো আমার পক্ষে সম্ভব নয়। নিজেকে যুক্তিবাদী ও সৎ মানুষ ভাবি। জানি না ওসব করে ম্যাচ জেতা কীভাবে সম্ভব! কিন্তু ওভাবে হারতেও আমার ভালো লাগেনি।

আরও পড়ুন: টাইব্রেকারে কীভাবে ‘মাইন্ড গেম’ খেলেন এমি, হর্দের ব্যাখ্যা

/এম ই

Exit mobile version