Site icon Jamuna Television

বিতর্কিত যাজক জর্জ পেল’র মৃত্যু

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার আলোচিত ও বিতর্কিত সর্বোচ্চ ক্যাথলিক যাজক জর্জ পেল’র মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮১ বছর। শিশুদের যৌন হয়রানির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। খবর সিএনএন’র।

ইতালির রোমে এক হাসপাতালে মঙ্গলবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় রাতে মারা যান বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী ফাদার জোসেফ হ্যামিল্টন। রোমান ক্যাথলিক চার্চের সদর দফতর ভ্যাটিকানের সাবেক এ ট্রেজারার ছিলেন পোপের শীর্ষ সহযোগীদের একজন।

ছবি: সংগৃহীত

এর আগে, মেলবোর্ন ও সিডনিতে আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন জর্জ পেল। ২০১৪ সালে যান রোমে। নব্বইয়ের দশকে মেলবোর্নে দুই কিশোরকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মামলার বিচারকাজ চলাকালে ২০১৭ সালে ভ্যাটিকানের পদ ছাড়েন জর্জ পেল। এরপর ১৩ মাস জেলও খাটেন তিনি। ২০২০ সালে অস্ট্রেলিয়ার উচ্চ আদালতের রায়ে খালাস পেলেও তার বিরুদ্ধে চলছিল আরেকটি মামলা।

আরও পড়ুন: গুপ্তচরবৃত্তির অভিযোগে বেলজিয়ান স্বেচ্ছাসেবীকে ৪০ বছরের কারাদণ্ড দিলো ইরান

/এম ই

Exit mobile version