Site icon Jamuna Television

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রংপুরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টা পরেই মারা যান তিনি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. এম এ হামিদ পলাশ নিশ্চিত করেন এ তথ্য।

তিনি জানান, গতকাল দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি থেকে শরীরের আশিভাগ পোড়া নিয়ে ভর্তি হন বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও ১৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আর বলেন, এ বছর শীতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ত্রিশজন রোগী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হন। এর মধ্যে মারা যান বুল্লি বেগমসহ তিনজন নারী। খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অসচেতন হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version