Site icon Jamuna Television

রসিক নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির কারণ খতিয়ে দেখবে ইসি

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণে ধীরগতি লক্ষ্য করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিলম্বের বিষয় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১১ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, ভোট বিলম্বসহ ইভিএমের সংকট সমাধানে উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। ইভিএমে কেন ভোট গ্রহণে বিলম্ব হচ্ছে, তা গুরুত্ব দিয়ে দেখা হবে বলে। এর আগে, রংপুর সিটি নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন।

/এমএন

Exit mobile version