Site icon Jamuna Television

মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু

মডেল পিয়াসা। ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত মডেল পিয়াসার বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। আর তাতে মামলাটির অনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হলো।

এদিন, আদালতে হাজির হন মডেল পিয়াসা। চার্জগঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রার্থনা করেন।

২০২১ সালের ১ আগস্ট রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে রাতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।

/এমএন

Exit mobile version