Site icon Jamuna Television

চঞ্চল চৌধুরীকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন

কলকাতার কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেন হচ্ছেন তিনি।

পদাতিক-এ চঞ্চলের মৃণাল সেন হওয়ার কথা প্রকাশ্যে আসতেই অনেক তারকারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ কেউ আবার অভিনেতার নতুন সিনেমার জন্য শুভ কামনাও জানিয়েছেন।

জনপ্রিয় এই অভিনেতাকে শুভ কামনা জানিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বুধবার (১১ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘পদাতিক’ সিনেমার পোস্টার প্রকাশ করে এই বার্তা দেন বিগ বি। বলি তারকা সিনেমার পোস্টার পোস্ট করে সেখানে লেখেন, সবাইকে শুভ কামনা। এরপরই হ্যাশ ট্যাগ দিয়ে সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জির নাম লেখেন অমিতাভ।

এদিকে, ছবিটির একটি প্রাথমিক পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখার্জি। সেখানে লেখা রয়েছে, চঞ্চল চৌধুরীই হচ্ছেন পর্দার মৃণাল সেন।

‘পদাতিক’ সিনেমাটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। এতে চঞ্চল চৌধুরীর নায়িকা হচ্ছেন মনামী ঘোষ। চলতি মাসের শেষের দিকে কলকাতার এ ছবিটির প্রথম লটের শুটিং শুরু হবে।

ইউএইচ/

Exit mobile version