Site icon Jamuna Television

ঢাবিতে শিক্ষকদের সংহতি সমাবেশ

নিরাপদ ক্যাম্পাসের দাবি ও মামলার শিকার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ করেছে শিক্ষকরা। নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে আজ অপরাজেয় বাংলার পাদদেশে সকালে এ সমাবেশ শুরু হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও যোগ দেন। সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরাও।

এসময় শিক্ষার্থীদের আন্দোলনকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন শিক্ষকরা। সরকারের যৌক্তিক আচরণ প্রত্যাশা করেন তারা। সমাবেশ থেকে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানানো হয়। দ্রুত আটককৃতদের মুক্তি ও কোটা সংস্কার প্রজ্ঞাপনসহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি জানান সংহতি সমাবেশে যোগ দেয়া শিক্ষার্থীরা।

Exit mobile version