Site icon Jamuna Television

বাসচাপায় অটোরিকশার চালকসহ নিহত দুই

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে দেলুয়াবাড়ি নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মান্দা উপজেলার সাটইল গ্রামের মৃত লালমন প্রামানিকের ছেলে অটোরিকশার চালক তসলিম উদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত লহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল প্রতিবেশী তসলিম উদ্দিনের অটোরিকশা যোগে বাড়ি থেকে মান্দা যাচ্ছিলেন। পথে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাজশাহী থেকে নওগাঁগামী নিবিড় ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিম ও আজিজুলের মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার ও বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি মামলা হবে জানান ওসি।

Exit mobile version