Site icon Jamuna Television

এবার জাতীয় পার্টিতে শাফিন আহমেদ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী শাফিন আহমেদ। আজ সকালে বারিধারার বাসভবনে চেয়ারম্যান এইচ এম এরশাদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠাকিভাবে লঙ্গল প্রতীকে কাজ করার ঘোষণা দেন তিনি। শাফিন আহমেদ এনডিএমের উচ্চ পরিষদের সদস্য ছিলেন।

শাফিন আহমেদের যোগ দেয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, খুব শিগগিরই আরো অনেকে জাতীয় পার্টির পতাকাতলে আসবেন। বিএনপি অংশ না নিলে আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। আর বিএনপি ভোটে অংশ নিলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

এবারের নির্বাচনে জাতীয় পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে মন্তব্য করেন সাবেক এ রাষ্ট্রপতি।

Exit mobile version