Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে মহাসড়কে দানবীয় গর্ত

বন্যার পানির তোড়ে দানবীয় গর্ত হলো মহাসড়কে। মঙ্গলবার বিরল এই দৃশ্য দেখা গেলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত হয় একটি ড্রোন ভিডিও। তাতে দেখা যায় বেশকিছু গাড়ি গর্তের মধ্যে পড়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার পেয়েছেন দু’জন। আরও দুই ভুক্তভোগী নিজেদের চেষ্টায় উঠে আসেন উপরে। এই প্রাকৃতিক বিপর্যয়ে অঞ্চলটির একাংশে অচল হয়ে পড়েছে যান চলাচল।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবারেও ১৭৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। যার প্রভাবে বন্যার পাশাপাশি রয়েছে ভূমিধসের ঝুঁকি।

ইউএইচ/

Exit mobile version