Site icon Jamuna Television

পেরুতে সরকার বিরোধী আন্দোলনে নিহত ১৭, কারফিউ জারি

ছবি: সংগৃহীত

পেরুতে সরকার বিরোধী আন্দোলন আবারও তীব্র আকার ধারণ করেছে। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে দেশটিতে প্রাণ হারান কমপক্ষে ১৭ জন। এবার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে দেশটিতে। খবর দ্য গার্ডিয়ানের।

দক্ষিণাঞ্চলীয় শহরগুলোয় ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পেরু সরকার। এক বিবৃতিতে জানানো হয়, আগামী তিনদিন বহাল থাকবে রাত্রিকালীন কারফিউ। সন্ধ্যা ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত এর সময়সীমা। নতুন প্রেসিডেন্টের পদত্যাগ, আগাম নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবিতে গেলো মাস থেকেই উত্তাল লাতিন দেশটি।

গত ডিসেম্বরে, অভিশংসনের মাধ্যমে বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণ করা হয়। শুধু তাই নয়, বিনা বিচারে তাকে ১৮ মাসের কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এর ফলে, বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হয়ে ওঠে পেরু। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৯ জন।

আরও পড়ুন: হ্যারির ‘স্পেয়ার’ নামক বোমা, ডায়ানার মৃত্যু নিয়ে প্রশ্ন

/এম ই

Exit mobile version