Site icon Jamuna Television

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জেইর বোলসোনারো

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হাসপাতাল থেকে ছাড়া পেলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। মঙ্গলবার (১০ জানুয়ারি) হাসপাতাল থেকে বেরিয়ে ফ্লোরিডায় একটি বাড়িতে ওঠেন তিনি। খবর বিবিসি’র।

ব্রাজিলে অস্থিরতার মধ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে চলে যান জেইর বোলসোনারো। রোববার তার সমর্থকরা দেশের একাধিক সরকারি ভবনে হামলার চালায়। এর একদিন পরই তলপেটে ব্যাথা নিয়ে ফ্লোরিডার এক হাসপাতালে ভর্তি হন তিনি।

তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় পেটে ছুরিকাঘাতে আহত হয়েছিলেন তিনি।

/এনএএস

Exit mobile version