Site icon Jamuna Television

রুশ-ইউক্রেন সংঘাত ৩য় বিশ্বযুদ্ধে গড়াবে না: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রুশ-ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে না- এমন আশাবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর এনডিটিভির।

বুধবার (১১ জানুয়ারি) ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে বিশেষ অতিথির ভাষণে তিনি বলেন, সময়ের সাথে সাথেই দুর্বল হচ্ছে রুশ বাহিনী। পশ্চিমা সহায়তায় খুব শিগগিরই ইউক্রেন থেকে তাদের পুরোপুরি বিতাড়িত করা যাবে বলেও আশাবাদি জেলেনস্কি।

বিশেষ অতিথির বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, ১ম বিশ্বযুদ্ধে লাখলাখ মানুষের মৃত্যু হয়েছে। ২য় বিশ্বযুদ্ধে হয়েছে তারচেয়েও বেশি। বহু বছর আগে যুদ্ধ শেষ হলেও তার রেশ এখনও কাটেনি। সেই যুদ্ধের পরিণতিই আজকের ইউক্রেনে রুশ আগ্রাসন। তবে রুশ-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এখন বদলে গেছে। আগ্রাসী বাহিনী এখন দুর্বল হতে শুরু করেছে। ফলে, এ সংঘাত থেকে ৩য় বিশ্বযুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। মনে রাখতে হবে, এটা কোনো ট্রিলজি নয়।

/এসএইচ

Exit mobile version