Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসছেন ঋত্বিক-সাবা!

ঋত্বিক রোশন ও সাবা আজাদ।

সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গত কয়েক মাস যাবত গায়িকা সাবা আজাদের সঙ্গেই শোনা যাচ্ছিলো ঋত্বিক রোশনের প্রেমের গুঞ্জন। এবার খুব শিগগিরই নাকি চারহাত এক হতে চলেছে ঋত্বিক-সাবার!

রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋত্বিক-সাবা। ঋত্বিক নিজেও কখনও প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি। এরইমধ্যেই নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা। জানা গেছে, সাবার সঙ্গে ভীষণ খুশি ঋত্বিক। এছাড়া ঋত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে।

শোনা যাচ্ছে, এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে ঋত্বিক-সাবার হাতে। বছর শেষে এসব কাজের দায়বদ্ধতা হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে। কিন্তু এই বিয়েতে ঋত্বিকের প্রাক্তন সুজান খান থাকবেন কি না, তা এখন জানা যায়নি।

/এসএইচ

Exit mobile version