Site icon Jamuna Television

ভারতে রেলের কম্বলে দুর্গন্ধ, বমি করলেন যাত্রীরা

ভারতে কৃষক এক্সপ্রেসে রেলের দেয়া কম্বল ব্যবহার করে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন যাত্রী। যাত্রীদের অভিযোগ, যে কম্বল যাত্রীদের দেয়া হয়েছিল তা অত্যন্ত নোংরা এবং ব্যবহারের অযোগ্য ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, গত সোমবার ১৫০০৮ কৃষক এক্সপ্রেস লখনোউ থেকে বারানসি যাচ্ছিল। লখনোউ স্টেশন ছাড়ার পর এসি বি-৫ কোচের যাত্রীরা কম্বল থেকে দুর্গন্ধ পেয়ে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে কম্বল বদলে দেয়া হয়। কিন্তু ট্রেনটি বাদশাহনগরে পৌঁছতেই কয়েক জন যাত্রী বমি করতে শুরু করেন।

এই ঘটনা প্রসঙ্গে মুখ্য জনসংযোগ কর্মকর্তা পঙ্কজকুমার সিংহ জানান, যাত্রীদের যে পরিষেবা দেয়া হয়েছিল তা নিয়ে সন্তোষ প্রকাশ করার পরই ট্রেনটি স্টেশন ত্যাগ করেছিল। যদিও এই ঘটনার জন্য এক যাত্রী অভিযোগ দায়ের করেছেন।

ইউএইচ/

Exit mobile version