Site icon Jamuna Television

এবারের বিপিএলে নজর কেড়েছেন যারা

অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের ঢাকার প্রথম পর্ব। ডিআরএসসহ নানা ইস্যু হেডলাইন হলেও মাঠের খেলা ছিলো জমজমাট। বিশেষ করে তৌহিদ হৃদয়, রনি তালুকদার, জাকির হাসানরা দেখিয়েছেন এ ফরম্যাটের কাঙ্খিত স্ট্রাইকরেট।

টি-টোয়েন্টি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারেন এমন প্রতিভাবান ক্রিকেটার যেমন- সৌম্য সরকার, নাঈম শেখ, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানদের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স পাচ্ছে না বাংলাদেশ। তাই তো, বিপিএলের মতো আসর থেকে বরাবরই নতুন প্রতিভার খোঁজে থাকে বিসিবি।

বিপিএলের এবারের আসরে দেখা গেছে তেমনই একাধিক প্রতিভার ঝলক। প্রতিভার নিদর্শন আগে দেখালেও এবারের আসরের শুরু থেকে নতুন এক তৌহিদ হৃদয়ের দেখা মিলেছে। তিন ম্যাচ খেলে সবকটিতেই ফিফটি তুলে নিয়েছেন হৃদয়। প্রথম ম্যাচে ৫৫, দ্বিতীয়টিতে ৫৬ আর সবশেষ ম্যাচে ৮৪ রান করেছে তৌহিদ। তামিম ইকবালের পর বিপিএলে টানা তৃতীয় ফিফটি করে ১৯৫ রান করেছেন এ ব্যাটার। স্ট্রাইক রেটও দারুন ১৬৬.৬৬। কিন্তু, ঢাকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ে হাতে চোট পেয়ে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন হৃদয়। তিন নম্বরে খেলা এ তরুণে মুগ্ধ সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এদিকে, অভিজ্ঞ রনি তালুকদার আবারও দেখিয়েছেন নিজের টি-টোয়েন্টি মেজাজ। রংপুর রাইডার্সের এ ব্যাটার দুই ম্যাচে করেছেন ১০৭ রান। স্ট্রাইকরেটও ছিল ঈর্ষনীয় ১৮১.৩৫। দুই ইনিংসের মধ্যে একটিতে আছে ফিফটি।

জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা জাকির হাসান যে হোয়াইট বল ক্রিকেটেও হতে পারেন দলের বড় অ্যাসেট- তা তিনি প্রমান করেছেন এবারের বিপিএলে। সিলেট সিক্সার্সের হয়ে খেলা এ ব্যাটার চার নম্বরে নেমে চার ইনিংসে করেছে ১০০ রান। খুব বেশি রান না হলেও ১৭৫.৪৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে দলের প্রয়োজনে ইমপ্যাক্ট আর ইনটেন্ট দেখিয়েছেন জাকির।

এক সময় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে প্রায় থিতু হয়ে গিয়েছিলেন পেসার আল আমিন। লম্বা সময় পর আবারও পুরনো ঝলক দেখিয়েছেন ৩৩ বছর বয়সী এ পেসার। দুই ম্যাচে এখন পর্যন্ত ৭ উইকেট নিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version