Site icon Jamuna Television

সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্রজুড়ে বিঘ্নিত বিমান চলাচল

সার্ভার জটিলতায় বিমানবন্দরে আটকে আছেন হাজারো যাত্রী।

সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে। এরইমধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সাত শতাধিক ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানা গেছে। এতে বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। খবর সিএনবিসি।

বুধবার (১১ জানুয়ারি) দেয়া এক বিবৃতিতে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ জানায়, সমস্যা সমাধানে এবং এয়ার মিশন সিস্টেম পুনরুদ্ধারে কাজ শুরু হয়েছে।

তারা আরও জানায়, গত মঙ্গলবার কম্পিউটার সিস্টেমে ত্রুটি ধরা পড়ে। তখনই সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু, সিস্টেম রিবুট করার পরও জটিলতা কাটেনি।

তবে বিবৃতিতে পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে বা কতো সময় লাগবে সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

/এসএইচ

Exit mobile version