Site icon Jamuna Television

কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাফুফে

ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের প্রধান কোচ স্প্যানিশ হাভিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাবরেরার সঙ্গে বাফুফে ১ বছরের জন্য চুক্তি নবায়ন করেছে।

বুধবার (১১ জানুয়ারি) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে নতুন কোচের নাম ঘোষণা করেছেন জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহ সভাপতি কাজী নাবিল আহমেদ। ফুটবল নিয়ে অভিজ্ঞতা এবং বাংলাদেশের ফুটবল সংক্রান্ত তথ্য কাবরেরাকে এই দায়িত্বে ভালো করতে সাহায্য করবে বলেও জানান বাফুফে সহ সভাপতি।

কাজী নাবিল বলেন, হাভিয়ের কাবেররা এক বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার সঙ্গে আমরা আবারও আলোচনা করেছি এবং তার পারফরম্যান্সের বিভিন্ন দিক পর্যালোচনা করে জাতীয় দল কমিটি গত মাসে সিদ্ধান্ত নেয় যে তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হবে। এরই মধ্যে তার কাছে একটা চুক্তিপত্র পাঠিয়েছিলাম। সেটা নবায়ন করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে চুক্তি সই করা হয়েছে।

কাবরেরা এখন পর্যন্ত প্রধান কোচ হিসেবে কোনো জাতীয় দল বা কোনো ক্লাব পরিচালনা করেননি। তার অধীনে ইন্দোনেশিয়া গিয়ে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৭ জানুয়ারি।

/আরআইএম

Exit mobile version