Site icon Jamuna Television

কলকাতায় শুরু হয়েছে সার্ক ভুক্ত দেশগুলোর ‘কেবল টিভি শো- ২০২৩’

কলকাতায় শুরু হয়েছে সার্ক ভুক্ত দেশগুলোর ২৪তম বার্ষিক সম্মেলন ‘কেবল টিভি শো- ২০২৩’। বুধবার (১১ জানুয়ারি) থেকে সায়েন্স সিটিতে বিশাল পরিসরে শুরু হয় এ সম্মেলন। খবর আহমেদাবাদ মিরর।

সম্মেলন চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরো উন্নত কেবল টিভি পরিষেবা দেওয়ার লক্ষ্যে প্রতিবছর আয়োজিত হয় এ মেলা। এতে যোগ দিয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশ। বাংলাদেশের কেবল টিভি অপারেটরদের সংগঠন ‘কোয়াব’ও অংশগ্রহণ করেছে এই সম্মেলনে। ডিজিটাল প্রযুক্তি ছাড়াও ব্রডব্যান্ড পরিসেবা আরো ত্রুটিমুক্তভাবে চালু করতে নানা যন্ত্রাংশ নিয়ে হাজির হয়েছে বিভিন্ন কোম্পানি। মহামারি কারণে গেলো দুই বছর বন্ধ ছিল এ আয়োজন।

এটিএম/

Exit mobile version