Site icon Jamuna Television

ঈশ্বরদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত সুমন হোসেন (৩২) ঈশ্বরদী উপজেলা সদরের পিয়ারপুর এলাকার ইমান আলীর ছেলে।

পুলিশ জানায়, সুমন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে চলে যান। আবার ফিরে আসেন। গত ৫ দিন আগে বাড়ি থেকে বের হন তিনি। নিজ ইচ্ছায় ফিরে আসবে ভেবে পরিবার থেকে আর খোঁজ করা হয়নি।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে বাড়ির পাশে পুকুরে সুমনের ব্যবহৃত কম্বল ভাসতে দেখে সন্দেহ হয় পরিবারের। কম্বল ধরে টান দিলে সুমনের লাশ বেরিয়ে পড়ে। থানা পুলিশকে খবর দেয়ার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে পুকুর থেকে সুমনের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, নিহত সুমনের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version