Site icon Jamuna Television

ইউক্রেনে নতুন রুশ কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

ইউক্রেনে রাশিয়ার নতুন কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন অভিযানের নেতৃত্বে আবারও পরিবর্তন এনেছেন ভ্লাদিমির পুতিন। নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভকে। খবর আলজাজিরার।

নিয়োগের মাত্র তিন মাসের মাথায় সরিয়ে দেয়া হলো জেনারেল সের্গেই সুরোভিকিনকে। তার নেতৃত্বেই টানা হামলা চালানো হয় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রগুলোয়। সুরোভিকিনের সময়েই খেরসন থেকে সরে যায় রুশ সেনারা।

সম্প্রতি ফ্রন্টলাইনে বড় ধরনের প্রাণহানি হয় রুশ সেনাদের। ক্ষয়ক্ষতির শিকার হয় বেশ কয়েকটি ঘাঁটি। পূর্বাঞ্চলে ক্রেমলিনের শক্তিমত্তা বৃদ্ধির ঘোষণার কয়েকদিনের মাথাতেই এলো কমান্ডার পরিবর্তনের সিদ্ধান্ত। ২০১২ সাল থেকে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্যালেরি। সোভিয়েত আমলের পর সবচেয়ে দীর্ঘসময় এ পদে থাকা ব্যক্তি তিনি।

অনেক বিশ্লেষক মনে করছেন, সুরোভিকিন অধিক ক্ষমতার ব্যবহার করেন। অনেক সময় সেনাপ্রধান গেরাসিমভকে এড়িয়ে পুতিনের সাথে যোগাযোগ করতেন।

এএআর/

Exit mobile version