Site icon Jamuna Television

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির সম্পত্তির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট, শুনানির জন্য গ্রহণ

হাইকোর্ট।

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টির বিষয়ে অনুসন্ধান চেয়ে করা রিট আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এই আবেদন গ্রহণ করেন। আগামী রোববার (১৫ জানুয়ারি) আবেদনের শুনানি ও আদেশের জন্য ঠিক করেছেন আদালত।

দুদক চেয়ারম্যান, অর্থসচিব, বাণিজ্যসচিব, পররাষ্ট্রসচিবসহ ১৩ জনকে আবেদনে বিবাদী করা হয়েছে। এর আগে গতকাল বুধবার দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়।

মঙ্গলবার প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি। ২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে, কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।

/এমএন

Exit mobile version