Site icon Jamuna Television

নোয়াখালীতে গভীর রাতে আগুনে পুড়লো ১২ বসতঘর

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১২টি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে দেওটি ইউনিয়নের পালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোনাইমুড়ী পালপাড়া গ্রামের মোল্লাবাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথভাবে বসবাস করেন। বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডের ফলে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্য মিনহাজুল ইসলাম জানান বলেন, রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১২টি বসতঘর পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এএআর/

Exit mobile version